মন খারাপের মাঝে আমি একাকিত্বকে খুঁজি

মন খারাপের মাঝে আমি একাকিত্বকে খুঁজি, নাহয় এও এক ধরনের সঙ্গী! মনের গহীন কোনে একা বসে ভাবি, একাকিত্ব আমাদের আত্মস্থ করে তোলে, আমাদের স্বপ্ন দেখায় এবং আমাদের স্বাধীন ভাবনার সাথী হয়ে ওঠে। তবে, একাকী থাকার এই শিল্পে মুন্সিয়ানা পেতে পেতে আমরা কখনো কখনো ভুলে যাই যে জীবন হলো সম্পর্কের মেলবন্ধন। এক চিলতে একাকিত্ব জীবনকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু বন্ধুত্ব ও ভালোবাসার অভাব শেষ পর্যন্ত আত্মাকে খালি করে দেয়। তাই চলো, আমরা একাকিত্বকে আলিঙ্গন করি যখন প্রয়োজন, কিন্তু মানবিক সংযোগের মানে ও মূল্যকেও ভুলি না। #একাকিত্ব #মনেরভাবনা #জীবনেরগল্প
© লেখা: Nadem Mahmod

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

#Post Page Ad Right After Title

Recent Post